Advertisements
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে নিয়ে জাতীয় পার্টিতে ধোঁয়াশা কাটছে না। দলের প্রধান পৃষ্ঠপোষক হয়েও এখনো নেননি মনোনয়ন ফরম। যদিও দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু দাবি করেছেন, তার কাছে টেলিফোন করে নিজের ও ছেলেরসহ ৩টি আসনের ফরম নেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন রওশন এরশাদ। চুন্নু বলেছেন, জাতীয় পার্টিতে কোন বিভক্তি নেই।






