জাতীয় পার্টির সদস্য নয়, এমন কয়েকজন পছন্দের প্রার্থীকে মনোনয়নপত্র না দেয়ায় রওশন এরশাদ দলীয় মনোনয়নপত্র নেননি বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মজিবুল হক চুন্নু বলেন, বেগম রওশন এরশাদ চাচ্ছিলেন তার পছন্দের বেশ কয়েকজনকে জাপার মনোনয়ন দিতে। কিন্তু রওশন এরশাদ ও তার ছেলে ছাড়া অন্যরা জাপার সদস্য নেন। তাই তিনি মনোনয়নপত্র নিতে আসেননি। তিনিসহ তিনজনের জন্য মনোনয়ন ফর্ম রাখা হয়েছিল। কিন্তু তিনি আসেননি।
বিএনপির বিষয় তিনি বলেন, এখনও বিএনপি যদি নির্বাচনে আসে সেই ক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব যেন সময় বাড়িয়ে দেয়। আমরা সবাইকে নিয়ে ভালো একটা নির্বাচন চাই।
এর আগে তিনি তাড়াইল উপজেলা সহকারী রিটার্নিং অফিসার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







