যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো এবারের ঈদুল আজহাতেও দারুণসব অনুষ্ঠান দেখতে পারছেন দর্শক।
তারই ধারাবাহিকতায় ঈদের ঈদের ৬ষ্ঠ দিন চ্যানেল আইয়ের দর্শকরা দেখতে পারবেন রোশান-বুবলী অভিনীত এমডি ইকবালের ছবি ‘রিভেঞ্জ’।
চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, ঈদের ৬ষ্ঠ দিন (বৃহস্পতিবার) সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে ২০২৪ সালে বড়পর্দায় মুক্তি পাওয়া ‘রিভেঞ্জ’।
রোশান-বুবলী ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন অনিন্দিতা মিমি, মিশা সওদাগর, দীপা খন্দকার, কাজী হায়াৎ, আমিন সরদার, জাদু আজাদ, শিমন্ত আহমেদ প্রমুখ।









