লিয়াম রোজেনিয়ার চেলসিতে দায়িত্ব নিয়ে স্ট্যামফোর্ড ব্রিজে প্রথম ম্যাচেই হারের মুখ দেখেছেন। কারাবাও কাপের সেমিফাইনালে প্রথম লেগে আর্সেনালের কাছে হেরেছে ব্লুজরা। ৩-২ গোলে হারের পর মুখ খুলেছেন তিনি। বলেছেন, সানচেজের ভুলের কারণে আমাকে দোষ দিতে পারেন।
সেমিতে উড়ন্ত সূচনা করে আর্সেনাল। সপ্তম মিনিটে বেন হোয়াইট প্রথম গোলে আর্সেনালকে এগিয়ে দেন। পরে ভিক্টর গায়কোরেস ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। এসময় আলেজান্দ্রো গার্নাচো এক গোল করে কিছুটা প্রতিরোধ করেন চেলসির পক্ষে। ৭১ মিনিটে আরও এগিয়ে যায় আর্সেনাল। এবার গোলের দেখা পান মার্টিন জুবামেন্ডি। ৩-১ গোলে এগিয়ে যাওয়ার পর ৮৩ মিনিটে গার্নাচো আরেকটি গোল করেন।
এনজো মারেসকার উত্তরসূরি রোজেনিয়ার বলেছেন, ‘প্রথম গোলটি ছিল হতাশার। এটা দলগত গোল ছিল। এতে রবার্তো সানচেজের খুব বেশি দোষারোপের জায়গা নেই। আমি সানচেজকে বলেছি এমনকিছু করতে যা সে আগে করেনি।’
‘ম্যাচ শুরুর আগে তাকে বলেছিলাম, স্পষ্ট করেছিলাম। কারণ আমার খেলোয়াড়রা ভুল করলে তার দায়ভার আমার উপর বর্তায়। সেটাই আমি। সে এমন একটি বল ঠেকিয়ে দিয়েছিল যা বিশ্বমানের। তার বোঝাপড়া অনুযায়ী উন্নতি করবে। তার মৌসুম বেশ ভালো কেটেছে। আমার কাজ তাদের সাহায্য করা, দোষারোপ করা নয়।’
দলের বেশকিছু খেলোয়াড় অনুপস্থিত ছিলেন আর্সেনালের বিপক্ষে। তাদের মধ্যে স্ট্রাইকার কোল পালমার ও রিচ জেমস অন্যতম। শুক্রবার প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে দেখা যাবে তাদের।









