ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ওয়েন রুনির ক্যারিয়ার ছিল বর্ণিল। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১৩ গোলের দেখা পেয়েছিলেন তারকা ফরোয়ার্ড। ফুটবলকে বিদায় বলেছেন বছর দুয়েক আগেই। কোচ হিসেবে কাজ করছেন মেজর সকার লিগে ডিসি ইউনাইটেডে। এবার বক্সার হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন।
শিগগিরই বক্সিং রিংয়ে দেখা যাবে রুনিকে। সাবেক ফরোয়ার্ডের সম্ভাব্য প্রতিপক্ষ জনপ্রিয় ইউটিউবার ও বক্সার জেক পল। ম্যানচেস্টার ইউনাইটেডের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে হবে লড়াই।
ম্যাচটির প্রমোটার এডি হার্ন। তিনি মনে করেন, বক্সিং জগতে অসামান্য ক্যারিয়ার গড়তে চলেছেন রুনি। রুনি একজন বক্সিং ভক্ত এবং তিনি রিংয়ে নিজের ভাগ্য চেষ্টা করতে চান। সে কারণেই লড়াইয়ের জন্য হার্নের সাথে যোগাযোগ করেছিলেন।
ইংলিশ মিডিয়ায় খবর, প্রায়ই মদ্যপান করে হার্নকে বক্সিংয়ের প্রতি নিজের আগ্রহের কথা জানাতেন রুনি। কিন্তু রুনি মদ্যপ থাকার কারণে হার্ন বিষয়টিকে গুরুত্ব দিতেন না। এবার বিষয়টি ভিন্ন। রিংয়ে দেখা হচ্ছে দুজনের।







