Advertisements
দিনে দিনে বিস্তৃত হচ্ছে শহর আর হারিয়ে যাচ্ছে প্রকৃতির স্নিগ্ধতা-সজীবতা। ফলে দেয়ালের প্রাচুর্যে ভরা ওঠা শহরে আর আগের মতো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না সবুজ প্রকৃতির। এরইমাঝে ছাদকৃষি উদ্যোগগুলো কিছুটা সুরক্ষা দিচ্ছে নাগরিকদেরকে। সেই চেতনায় বাড়ছে ছাদকৃষি, যেখান থেকে নতুন প্রজন্ম ধারণা পাচ্ছে খাদ্য উৎপাদনের।








