বৃহস্পতিবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৪-২৫ মৌসুমের ড্র অনুষ্ঠিত হয়েছে। সেখানে উয়েফার ‘বিশেষ সম্মাননা’ পেয়েছেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোকে দিয়েছে। পুরস্কার পেয়েছেন ইতালির সাবেক গোলরক্ষক জিয়ানলুইজি বুফনও। উয়েফা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড জিতেছেন কিংবদন্তি গোলরক্ষক।
মোনাকোতে চ্যাম্পিয়নস লিগ ২০২৪-২৫ মৌসুমের ড্র অনুষ্ঠানে রোনালদোর হাতে পুরস্কার তুলে দেন উয়েফা প্রেসিডেন্ট অ্যালেক্সাজান্ডার সেফেরিন।
উয়েফা প্রধান বলেন, ‘রোনালদোর ক্যারিয়ার নিয়ে কথা বলতে গেলে লম্বা সময় লাগবে। যদি চ্যাম্পিয়ন্স লিগের কথা বলি, ফুটবল নিয়ে বলতে হয়, তখন আমাদের রোনালদোর কথা বলতে হবে।’
চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড সাবেক রিয়াল মাদ্রিদ তারকা রোনালদোর। তার এ অর্জনকে স্বীকৃতি দিতে এই সম্মাননা দিয়েছে উয়েফা কর্তৃপক্ষ। পর্তুগিজ মহাতারকা চ্যাম্পিয়ন্স লিগে ১৮৩ ম্যাচ খেলে ১৪০ গোলে করেছেন।
সম্মাননা পেয়ে রোনালদো জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া। বলেছেন, ‘এখানে উপস্থিত হওয়াটা খুবই আনন্দের। এই সম্মাননার জন্য ধন্যবাদ। এটা আমার কাছে খুবই অর্থবহ। চ্যাম্পিয়ন্স লিগই চূড়ান্ত। যখন কেউ এই সঙ্গীত শুনবে, সে জ্বলে উঠবে, এটা খুবই বিশেষ একটি অনুভূতি। আমি অনেকবার জিতেছি এবং অনেক গোল করেছি। এখানে থাকতে পারাটা দারুণ।’









