রেকর্ড ভাঙা-গড়াকে বহু আগেই নিজের সহজাত প্রবৃত্তি বানিয়ে ছেড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোলের পর গোল করে যাওয়াটাই পর্তুগিজ মহাতারকার নেশা। আন্তর্জাতিক থেকে ক্লাব ফুটবল সবখানেই গড়ে যান কীর্তি। এবার সৌদি প্রো লিগে এক মৌসুমে সর্বাধিক গোলের রেকর্ডটি নিজের করে নিলেন।
রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের আল আউয়াল পার্ক মাঠে সোমবার রাতের খেলায় জোড়া গোলের দেখা পান সিআর সেভেন। আর তাতেই চলতি মৌসুমে ৩৫ গোলের মালিক হয়ে নতুন রেকর্ডের মালিক হন। আল ইত্তিহাদের বিপক্ষে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোর আল নাসের।
সামাজিক যোগাযোগমাধ্যমে রেকর্ড ভাঙা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়ে রোনালদো লিখেছেন, ‘আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে।’
মরক্কো জাতীয় দলে খেলোয়াড় এবং সাবেক আল নাসের ফরোয়ার্ড আবদেররাজাক হামদাল্লাহর দখলে এতদিন রেকর্ডটি ছিল। ২০১৯-২০ মৌসুমে তিনি ৩৪ গোল করেছিলেন।
প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সতীর্থের বাড়ানো লম্বা পাসে বল নিয়ে গোলরক্ষককে একা পেয়ে বল জালে জড়ান ৩৯ বর্ষী রোনালদো। বিরতির পর ৬৯ মিনিটে কর্নার কিক থেকে হেডে নিশানাভেদ করে কিংবদন্তি এ ফুটবলার নতুন রেকর্ড গড়েন। এর তিন মিনিট আগে সুওয়াইলেম আল মেনহাল লাল কার্ড দেখলে আল ইত্তিহাদ ১০ জনের দলে পরিণত হয়।
৭০ মিনিটে পর আব্দুর রহমান গারীব স্পট কিকে লক্ষ্যভেদ করলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০। তবে ইত্তিহাদের হয়ে ফারহা আল শামরানি ও ফ্যাবিনহো যথাক্রমে ৮৮ ও যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোলের দেখা পেলে ব্যবধান কমে যায়। মিনিট তিনেক পর অবশ্য মেশারি আল নেমার গোল করে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।
সৌদি প্রো লিগে দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে আল নাসের। ৩৪ ম্যাচে ক্লাবটির ৮২ পয়েন্ট ঝুলিতে ভরে। শিরোপা জেতা আল হিলালের পয়েন্ট ৯৬।









