গোল করেছেন দুটি, সতীর্থকে দিয়ে করিয়েছেন একটি। যার মধ্যে এই বয়সে এসেও চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে গোলও আছে। পোল্যান্ডের বিপক্ষে পর্তুগালের গোল উৎসবের রাতে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রাপ্তি এখানেই শেষ নয়। গড়েছেন নতুন এক রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ জেতা ফুটবলার এখন সিআর সেভেন।
পোর্তোয় শুক্রবার রাতে নেশনস লিগে গ্রুপপর্বের ম্যাচে পোল্যান্ডকে ৫-১ গোলে হারিয়েছে রবের্তো মার্টিনেজের শিষ্যরা। রোনালদোর প্রথম গোলটি এসেছে স্পটকিক থেকে, দ্বিতীয়টি অনেকদিন মনে রাখার মতো এক বাইসাইকেল কিকে। অন্য তিন গোলদাতা রাফায়েল লেয়াও, ব্রুনো ফের্নান্দেজ ও পেদ্রো নেতো।
আন্তর্জাতিক ফুটবলে অনেকদিন ধরেই সর্বোচ্চ গোলের মালিক রোনালদো। ৯১০ গোল করে হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে এগোচ্ছেন মহাতারকা। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ জেতা ফুটবলারও হয়ে গেলেন। উয়েফা নেশনস লিগে পোল্যান্ডের সঙ্গে জয়ে আন্তর্জাতিক ফুটবলে ১৩২তম জয় পেয়ে গেছেন ৩৯ বর্ষী রোনালদো।
রোনালদো পেছনে ফেলেছেন রিয়াল মাদ্রিদে এক সময়ের সতীর্থ সার্জিও রামোসকে। রামাস স্পেন জার্সিতে ১৩১ ম্যাচ জিতেছেন। দুজনের পেছনে ১২১ জয় নিয়ে তৃতীয় তাদের আরেক সতীর্থ স্পেনিয়ার্ড গোলরক্ষক ইকার ক্যাসিয়াস।








