পর্তুগাল জার্সিতে দারুণ ছন্দে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। উয়েফা নেশনস লিগে জাতীয় দল জার্সিতে টানা তিন ম্যাচে জালের দেখা পেয়েছেন আল নাসের মহাতারকা। আন্তর্জাতিক ক্যারিয়ারে তার গোলসংখ্যা এখন ১৩৩। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে গোল ৯০৬টি। চাওয়ামতো হাজার গোলের লক্ষ্যেই এগিয়ে চলেছেন ৩৯ বর্ষী।
পোল্যান্ডের ওয়ারশতে শনিবার রাতে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়েছে পর্তুগাল। বের্নার্দো সিলভা সফরকারীদের এগিয়ে নেয়ার পর ব্যবধান বাড়ান রোনালদো। পিওতর জেলেনস্কির গোলে স্বাগতিকরা ব্যবধান কমায়, শেষদিকে তাদের নিজেদের জালে জড়ানো গোলে সমতায় ফেরা হয়নি।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো লিখেছেন, ‘নেশনস লিগে গুরুত্বপূর্ণ জয়। সবার সমর্থনের জন্য ধন্যবাদ, চলো সবাই এগিয়ে যাই।’
অন্যদিকে ম্যাচ শেষে পর্তুগালের কোচ রবের্তো মার্টিনেজ বলেছেন, ‘আমরা শেষ কয়দিন অনেক পরিশ্রম করেছি, এই ম্যাচের জন্য নানাভাবে প্রস্তুতি নিয়েছি। মাঠেও সেটার অনুবাদ করতে পেরেছি। সত্যিই সন্তুষ্ট। কারণ, আমরা ম্যাচটা নিয়ন্ত্রণ করতে পেরেছি।’
নেশনস লিগে টানা তিন জয়ে পর্তুগালের পয়েন্ট ৯।









