সৌদি আরবের কিংস কাপ চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালে গতরাতে আল শাবাবের বিপক্ষে একটি গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যার মধ্য দিয়ে এবছর ৫০ গোলের মাইলফলক পূর্ণ করেছেন, এতে বেশ উচ্ছ্বসিতও পর্তুগীজ মহাতারকা। ম্যাচটি জিতে কিংস কাপের সেমিফাইনালে পৌঁছেছে তার দল আল নাসের।
প্রথমার্ধে ৩-১ ব্যবধানে এগিয়ে থাকা আল নাসেরের হয়ে ৭৪ মিনিটে চতুর্থ গোলটি করেন ৩৮ বর্ষী রোনালদো। ৫০তম গোলের পর ৮২ মিনিটে তাকে উঠিয়ে নেন কোচ। এসময় দর্শকরা পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে দাঁড়িয়ে অভিবাদন জানান।
আল শাবাব ক্লাব স্টেডিয়ামে ৫-২ ব্যবধানে জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে রোনালদো লিখেছেন, ‘দুর্দান্ত জয় এবং ২০২৩ সালে ৫০তম গোলের ঘোষণা দিতে পেরে খুবই রোমাঞ্চিত। আমার সতীর্থ, সমর্থক এবং পরিবারের অকুণ্ঠ সমর্থনের জন্য ধন্যবাদ! এবছর আরও কিছু গোল করার সুযোগ রয়েছে।’
এবছর রোনালদোর ৫০ গোলের ৪০টি এসেছে সৌদি প্রো লিগে। সিআর সেভেন বাকি ১০ গোল করেছেন পর্তুগাল জার্সিতে।







