ক্রিস্টিয়ানো রোনালদো আগেই জানিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপ হবে তার শেষ। কিংবদন্তি ফুটবলারের শেষ বিশ্ব আসরটিতে পর্তুগাল লড়বে ‘কে’ গ্রুপে। নিজেদের প্রথম ম্যাচে কোচ রবার্তো মার্টিনেজ শিষ্যরা মুখোমুখি হবে প্রথমবার বিশ্বমঞ্চের টিকিট কাটা উজবেকিস্তানের বিপক্ষে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারের পার্ফমিং আর্টস ইনস্টিটিউটে শুক্রবার রাতে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে হয়ে গেল ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র অনুষ্ঠান।
আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় হতে চলা ফুটবল মহাযজ্ঞের গ্রুপপর্বে পর্তুগাল ‘কে’ গ্রুপে প্রতিপক্ষ পেয়েছে কলম্বিয়া, উজবেকিস্তান ও ফিফা মহাদেশীয় প্লে অফ টুর্নামেন্ট-১ থেকে আসা দল। ফিফা মহাদেশীয় প্লে অফ খেলে কঙ্গো, জ্যামাইকা বা নিউ কালেডোনিয়া মধ্যে কোনো একটি দল গ্রুপটিতে জায়গা করবে।
র্যাঙ্কিংয়ের ৬ নম্বরে থাকায় পর্তুগাল ছিল পট-১এ। পট-২ থেকে র্যাঙ্কিংয়ের ১৩ নম্বরে থাকা কলম্বিয়াকে পেয়েছে তারা। আর পট-৩ থেকে সঙ্গী হয়েছে উজবেকিস্তান। র্যাঙ্কিংয়ের ৫০ নম্বরে থাকা দলটি এশিয়া অঞ্চল থেকে প্রথমবারের মত বিশ্বকাপের টিকিট কাটে।









