২০৩০ ছেলেদের ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজক হয়েছে পর্তুগাল। সঙ্গে রয়েছে স্পেন এবং আফ্রিকার দেশ মরক্কো। ফিফা কংগ্রেসের মাধ্যমে আয়োজনের স্বত্ব নিশ্চিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপ আয়োজনের স্বাগতিক হওয়ায় মহাতারকার মতে, স্বপ্ন সত্যি হয়েছে।
পর্তুগালের সঙ্গে আয়োজনে রয়েছে আরও পাঁচ দেশ। স্পেন-মরক্কোর সঙ্গে শতবর্ষী আয়োজনের উদযাপন করবে সাউথ আমেরিকার তিন দেশ আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ে। লাতিন দেশগুলো একটি করে ম্যাচ আয়োজন করবে। ১৯৩০ সালে উরুগুয়ে প্রথমবার বিশ্বকাপের আয়োজন করেছিল, সেটির উদযাপনে এই সিদ্ধান্ত।
পর্তুগিজ অধিনায়ক ৩৯ বর্ষী রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘২০৩০ বিশ্বকাপের আয়োজন করবে পর্তুগাল, যা আমাদের গর্বিত করেছে। স্বপ্ন সত্যি হয়েছে। এটা সবচেয়ে বেশি আকাঙ্ক্ষিত বিশ্বকাপ হতে চলেছে।’
২০৩০ বিশ্বকাপের সাথে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক দেশের নাম ঘোষণা করা হয়েছে। ২০৩৪ বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। ২০২২ সালের পর মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসেবে বিশ্বআসর আয়োজন করবে দেশটি। পাঁচটি শহরের ১৫টি স্টেডিয়ামে ৪৮ দেশ নিয়ে হবে আসরটি।









