মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাময়িকী ফোর্বসের তথ্য, ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী ফুটবল খেলোয়াড়। বিশ্বকাপজয়ী লিওনেল মেসির অবস্থান দুইয়ে। শীর্ষ ১০ জনে আছেন বার্সেলোনার তরুণ সেনসেশন লামিন ইয়ামাল।
বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী ১০ ফুটবলারের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে ফোর্বস। ২০২৫-২৬ মৌসুমের জন্য মাঠ এবং মাঠের বাইরের আয়ের বিষয়টি ধরে তালিকা করেছে। যার মধ্যে রয়েছে বেতন, বোনাস এবং ক্লাবভিত্তিক অধিকার চুক্তি ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে আয়ের অর্থের পরিমাণ।
রোনালদো এদশকে এখন পর্যন্ত ষষ্ঠবারের মতো ফোর্বসের তালিকায় শীর্ষে থাকলেন। ইন্টার মিয়ামির লিওনেল মেসি তালিকায় একমাত্র মেজর লিগের প্রতিনিধি।
ফোর্বসের শীর্ষ ১০
ক্রিস্টিয়ানো রোনালদো (২৮০ মিলিয়ন ডলার)
লিওনেল মেসি (১৩০ মিলিয়ন)
করিম বেনজেমা (১০৪ মিলিয়ন)
কাইলিয়ান এমবাপে (৯৫ মিলিয়ন)
আর্লিং হালান্ড (৮০ মিলিয়ন)
ভিনিসিয়াস জুনিয়র (৬০ মিলিয়ন)
মোহাম্মেদ সালাহ (৫৫ মিলিয়ন)
সাদিও মানে (৫৪ মিলিয়ন)
জুড বেলিংহ্যম (৪৪ মিলিয়ন)
লামিন ইয়ামাল (৪৩ মিলিয়ন)









