কয়দিন আগে ইংলিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে সাক্ষাৎকারে অনেক কথা বলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, উল্লেখযোগ্য ছিল বিশ্বকাপ প্রসঙ্গ। বিশ্বকাপ জেতা স্বপ্ন নয়, এমন বলেছিলেন সিআর সেভেন। যার বিপরীত উত্তরই দিলেন ২০২২ বিশ্বজয়ী লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার মতে, বিশ্বকাপ জয় সর্বসেরা অর্জন।
মঙ্গলবার পিয়ার্স মরগানকে সাক্ষাৎকার রোনালদো বলেছিলেন, ‘বিশ্বকাপ জয় আমার স্বপ্ন নয়। একটা টুর্নামেন্ট জিতলেই নির্ধারিত হয়ে যাবে, আমি ইতিহাসের সেরাদের একজন? ৬/৭টা ম্যাচ জিতেই কি বিচার করা যায়? এটা ন্যায্য?’
বৃহস্পতিবার মেসি একই প্রসঙ্গে বলেছেন, ‘বিশ্বকাপ জয় হল সর্বসেরা অর্জন। বিশ্বকাপের পর আর কিছুই চাওয়ার নেই। দেশের জন্য সেই শিরোপার অর্থ কী ছিল তা বর্ণনা করার শব্দ খুঁজে পাওয়া কঠিন।’
সকালে কাসেয়া সেন্টারে আমেরিকা বিজনেস ফোরামে মেসিকে মিয়ামি শহরের ‘চাবি’ প্রতীকী সম্মাননা দিয়েছেন মেয়র সুয়ারেজ। এই অনুষ্ঠানে মেসিকে বিশ্বকাপ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়।
মেসি বলেন, ‘আমার জন্য এটি বিশেষ ছিল। কারণ একজন খেলোয়াড়ের জন্য, বিশ্বকাপ জয়ই চূড়ান্ত অর্জন। এটি কাজের ক্ষেত্রে যেকোনো ব্যক্তির জন্য যেকোনো পেশাদারের শীর্ষে পৌঁছানোর মতো। বিশ্বকাপের পরে আরকিছুই থাকে না। আরকিছু চাইতে পারেন না। তার উপর আমি যথেষ্ট ভাগ্যবান ছিলাম যে, আগে সবকিছু অর্জন করেছি। ক্লাব স্তরে, ব্যক্তিগত স্তরে। আমরা জাতীয় দলের সাথে কোপা আমেরিকাও জিতেছিলাম। এটাই ছিল একমাত্র জিনিস যা মিস করেছি। এটি ছিল সেই ট্রফি, যা দিয়ে আমার পুরো ক্যারিয়ার শেষ করার মতো।’









