বিজনেস ম্যাগাজিন ফোর্বসের তালিকায় আবারও সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেট হয়েছেন ফুটবলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। চতুর্থবারের মতো সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেট হলেন তিনি। এবছরের তালিকায় গলফার জন রমকে পেছনে ফেলেছেন। তিনে আছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
সৌদি আরবের ক্লাব আল নাসেরে যাওয়ার পর শক্তভাবে শীর্ষে ওঠেন পর্তুগীজ মহাতারকা। ফোর্বস বলছে, ৩৯ বর্ষী সিআর সেভেনের গত ১২ মাসে ২৬০ মিলিয়ন মার্কিন ডলার (২০৫ মিলিয়ন ইউরো) আয় করেছেন।
কাতার বিশ্বকাপজয়ী মেসি এক্ষেত্রে কিছুটা পিছিয়ে পড়েছেন। ইন্টার মিয়ামিতে খেলা মহাতারকা আয় করেছেন ১৩৫ মিলিয়ন মার্কিন ডলার। তালিকার দুইয়ে স্থান করে নিয়েছেন স্প্যানিশ গলফার জন রম, যার আয় ২১৮ মিলিয়ন মার্কিন ডলার।
আয়ে সেরা দশে আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। ফরাসি দুই তারকা করিম বেনজেমা ও কাইলিয়ান এমবাপেও আছেন। এমবাপে ১১০ মিলিয়ন, নেইমার ১০৮ এবং বেনজেমা ১০৬ মিলিয়ন করে আয় করেছেন।
সর্বোচ্চ আয়ের ১০ অ্যাথলেট
ক্রিস্টিয়ানো রোনালদো (ফুটবল, ২৬০ মিলিয়ন মার্কিন ডলার)
জন রম (গলফ, ২১৮ মিলিয়ন মার্কিন ডলার)
লিওনেল মেসি (ফুটবল, ১৩৫ মিলিয়ন মার্কিন ডলার)
লেব্রন জেমস (বাস্কেটবল, ১২৮.২ মিলিয়ন মার্কিন ডলার)
জিয়ানিস আন্তেটোকউনম্পো (বাস্কেটবল, ১১১ মিলিয়ন মার্কিন ডলার)
কাইলিয়ান এমবাপে (ফুটবল, ১১০ মিলিয়ন মার্কিন ডলার)
নেইমার জুনিয়র (ফুটবল, ১০৮ মিলিয়ন মার্কিন ডলার)
করিম বেনজেমা (ফুটবল, ১০৬ মিলিয়ন মার্কিন ডলার)
স্টিফেন ক্যারি (বাস্কেটবল, ১০২ মিলিয়ন মার্কিন ডলার)
লেমার জ্যাকসন (ফুটবল, ১০০.০৫ মিলিয়ন মার্কিন ডলার)








