স্প্যানিশ লা লিগায় ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির যুগে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার জমজমাট এল ক্ল্যাসিকোর লড়াই হতো। দুই মহাতারকার মাঠের লড়াইয়ের বাইরের লড়াইও জমতো বেশ। সেসময়ের অন্যতম সেরা ডিফেন্ডার ছিলেন বার্সার স্পেনিয়ার্ড জেরার্ড পিকে। দুজনকে কাছে থেকে দেখা ডিফেন্ডার দুজনেরই প্রশংসা করলেন।
স্প্যানিশ সংবাদমাধ্যমে দুই মহাতারকাকে নিয়ে পিকে বলেছেন, ‘তাদের বিষয়গুলো সবসময়ই ভিন্ন ছিল। ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন শ্রেষ্ঠ মানুষ, লিওনেল মেসি আসলে এ গ্রহের খেলোয়াড়ই নন।’
‘অনুশীলনে আমি মেসিকে প্রতিদিন আলাদা কিছু করতে দেখতাম। তার গতির সাথে কোনভাবেই মেলানো সম্ভব না। ১৩ বছর বয়সে স্পেনে এসেছিল এবং একাডেমি ও মূল দলে খেলেছে।’
অনেক বছর ধরেই চলছে কে সেরা এই বিতর্ক। রোনালদো এবং মেসি দুজনের সতীর্থ হিসেবে খেলা পিকে সেই বিতর্কে দুজনকেই এগিয়ে রাখছেন। পিকে বার্সেলোনায় যাওয়ার আগে বছর খানেক ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন রোনালদোর সাথে। সেই অবস্থান থেকে দুজনকে মূল্যায়ন করছেন বিশ্বজয়ী ডিফেন্ডার।









