শীর্ষ ধনী ফুটবলারের নাম প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস। সবার উপরে আছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। গত একবছরে তিনি লিওনেল মেসি ও নেইমারের চেয়ে অনেকবেশি আয় করেছেন। শুধু ফুটবল নয়, ক্রীড়াঙ্গনের সব ইভেন্ট মিলিয়ে সর্বোচ্চ ২৬০ মিলিয়ন মার্কিন ডলার আর করেছেন আল নাসের তারকা। যা বাংলাদেশি টাকায় প্রায় তিন হাজার কোটি টাকা।
ফোর্বসের প্রতিবেদন, ক্লাবের পক্ষ থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান নাইকি এবং জ্যাকবসের দেয়া বার্ষিক ৬০ মিলিয়ন ডলারসহ সবমিলিয়ে রোনালদো ২০০ মিলিয়ন ডলার পাবেন বলে ধারণা করা হচ্ছে।
তালিকার দ্বিতীয় স্থানে আছেন বিশ্বজয়ী মেসি। গত জুনে পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেন এলএম টেন। আর্জেন্টাইন অধিনায়কের বার্ষিক আয় ১৩৫ মিলিয়ন ডলার।
তৃতীয় ধনী খেলোয়াড় ব্রাজিলীয় তারকা নেইমার। গত আগস্টে তিনিও পিএসজি ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে নাম লেখান। ফোর্বসের মতে, সেলেসাও তারকার বার্ষিক আয় ১১২ মিলিয়ন ডলার।
চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন ফরাসি দুই তারকা ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে ও করিম বেনজেমা। এমবাপের আয় ১১০ মিলিয়ন ও বেনজেমার ১০৬ মিলিয়ন ডলার। তালিকায় আছেন নরওয়েজিয়ান ও ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হালান্ডও।
The World’s Highest-Paid Soccer Players 2023 https://t.co/8fl3jqrVU1 by @justbirny pic.twitter.com/NXRZoYUL6e
— Forbes (@Forbes) October 13, 2023
ফোর্বসের তালিকায় শীর্ষ ১১ ধনী ফুটবলার-
১. ক্রিস্টিয়ানো রোনালদো (২৬০ মিলিয়ন ডলার)
২. লিওনেল মেসি (১৩৫ মিলিয়ন ডলার)
৩. নেইমার (১১২ মিলিয়ন ডলার)
৪. কাইলিয়ান এমবাপে (১১০ মিলিয়ন ডলার)
৫. করিম বেনজেমা (১০৬ মিলিয়ন ডলার)
৬. আর্লিং হালান্ড (৫৮ মিলিয়ন ডলার)
৭. মোহাম্মেদ সালাহ (৫৩ মিলিয়ন ডলার)
৮. সাদিও মানে (৫২ মিলিয়ন ডলার)
৯. কেভিন ডি ব্রুইন (৩৯ মিলিয়ন ডলার)
১০. হ্যারি কেইন (৩৬ মিলিয়ন ডলার)
১১. রবার্ট লেভান্ডোভস্কি (৩৪ মিলিয়ন ডলার)








