মেজর লিগ সকারের চেয়ে সৌদি প্রো লিগকে অনেক ভালো বলে মন্তব্য করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ কিংবদন্তির এমন মন্তব্যকে ‘অসম্ভব’ মনে করেন সাবেক মিয়ামি তারকা মাইকেল লাহৌদ। বলেছেন, ‘হুশ হারিয়ে মেজর লিগ সকার নিয়ে এমন মন্তব্য করেছেন রোনালদো।’
মঙ্গলবার রাতে স্প্যানিশ ক্লাব সেল্টা ভিগোর কাছে ৫-০ ব্যবধানে হেরেছিল আল নাসের। ম্যাচ শেষে রোনালদো মেজর লিগ সকার নিয়ে এমন মন্তব্য করেন। বলেন, ‘এমএলএসের চেয়ে সৌদি লিগ ভালো। আমি শতভাগ নিশ্চিত, ইউরোপের ক্লাবে আর ফিরব না। সেই দরজা একেবারে বন্ধ হয়ে গেছে। আমি সৌদি লিগে আসার পথ খুলে দিয়েছি। এখন সব খেলোয়াড় এখানে আসছে।’
‘আমার বয়স এখন ৩৮ বছর। আমার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইউরোপীয় ফুটবল মান হারিয়ে ফেলেছে। শুধু প্রিমিয়ার লিগ তার মান ধরে রেখে নিজেদের সবকিছুর ঊর্ধ্বে নিয়ে গেছে। স্প্যানিশ লিগের মান ভালো নয়। পর্তুগিজ লিগ ভালো, কিন্তু শীর্ষ পর্যায়ের নয়। আমার মনে হয় জার্মান লিগও জৌলুস হারিয়েছে। তাই আমি সৌদি আরবেই খেলতে চাই। এক বছরের মধ্যে সৌদি লিগ তুর্কি ও ডাচ লিগকে ছাড়িয়ে যাবে। উঁচু মাপের আরও অনেক খেলোয়াড় সৌদিতে আসবে।’
ক্রিস্টিয়ানোর এমন মন্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার। এক সময় মেজর লিগ সকারে খেলা মাইকেল লাহৌদ রোনালদোর দাবিকে ‘হাস্যকর’ বলেছেন। বলেছেন, ‘রোনালদো খুব বেশি হুক্কা পান করছেন। এক বছরের মধ্যে সৌদি প্রো লিগ ডাচ লিগ ও তুর্কি সুপার লিগকে ছাড়িয়ে যাবে এমন দাবি হাস্যকর।’
‘মন্তব্যগুলো লিওনেল মেসির এমএলএস-এ যোগদানের পর করা হয়েছে। মেসি বলেছেন যে তিনি ২০২৬ বিশ্বকাপের আগে উত্তর আমেরিকায় ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে চান। কিন্তু রোনালদোর মন্তব্যগুলো এর উল্টোটাই প্রমাণ করে।’








