এমুহূর্তে দলবদল বাজারে হটকেক ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে চান না, এমন আভাসের পর থেকেই মেলেছে গুঞ্জনের ডালপালা। ৭-৮টি দল পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে পেতে আগ্রহী। তালিকায় সবার উপরে নাম চেলসি ও বায়ার্ন মিউনিখের। সবশেষ খবর, রোনালদোকে চান না জার্মান জায়ান্টদের ক্লাব পরিচালক অলিভার কান। জানিয়েছেন, বায়ার্নের ‘দর্শনের’ সাথে চলে না পর্তুগিজ মহাতারকা।
জুভেন্টাস থেকে গত মৌসুমে রেডডেভিল ডেরায় ফেরেন ৩৭ বর্ষী রোনালদো। ফিরে ৩৮ ম্যাচে ২৪ গোল করছেন। কিন্তু দলকে নিয়ে যেতে পারেননি মর্যাদার চ্যাম্পিয়ন্স লিগ আসরে। দলের থেকে ব্যথাটা রোনালদোরও কম নয়। যেকোনো মূল্যে ক্যারিয়ারের শেষকটা বছর খেলতে চান মর্যাদার আসরটিতে, তাতে ক্লাব ছাড়ার বিকল্প নেই সিআর সেভেনের।
সে কারণে নতুন কোচ এরিক টেন হাগের অধীনে ম্যানচেস্টার ফুটবলাররা অনুশীলনে যোগ দিলেও পারিবারিক কারণ দেখিয়ে অনুপস্থিত রোনালদো। তাকে আটকানোর চেষ্টাও করছে না ক্লাবটি। রোনালদো চাইলেই যেতে পারেন পছন্দের ক্লাবে। সেই আলোচনায় শীর্ষে ছিল বাভারিয়ানরা। লেভান্ডোভস্কির সাথে অদলবদল করার কথা ছিল রোনালদোকে। সেটি যে হচ্ছে না ক্লাব পরিচালক কানের কথায় তা স্পষ্ট।
‘ক্রিস্টিয়ানো রোনালদোকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলারদের একজন হিসেবে যতটা প্রশংসা করি, ততটা বায়ার্নের হয়ে নয়। স্থানান্তরে আমাদের ‘দর্শনের’ সাথে খাপ খায় না সে।’
এরিক টেনের অধীনে নতুন মৌসুমে ঘুরে দাঁড়াতে চায় ম্যানচেস্টার। এরইমধ্যে শুরু করে দিয়েছে অনুশীলন ক্যাম্প। যেখানে যোগ দেননি রোনালদো। প্রাক-মৌসুম সফর শুরুর আগে শুক্রবার ১৫ দিনের ক্যাম্প করতে থাইল্যান্ডে যাওয়ার কথা রেড ডেভিলদের। থাইগামী উড়োজাহাজেও রোনালদো চড়বেন কিনা সেটিও স্পষ্ট করেনি প্রিমিয়ার লিগের ক্লাবটি।







