Site icon চ্যানেল আই অনলাইন

‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ’ রোনালদোকে শ্রদ্ধা জানালেন কোহলি

‘সারাবিশ্বের ক্রীড়া অনুরাগীদের জন্য আপনি যা করেছেন, তা ট্রফি না পাওয়া কিংবা কোনো শিরোপা না জেতা কখনোই কেড়ে নিতে পারবে না। আপনি মানুষকে যেভাবে প্রভাবিত করেছেন, কোনো শিরোনামেই তা ব্যাখ্যা করা সম্ভব নয়। আমিসহ পৃথিবীর অনেক মানুষ যখন আমরা আপনাকে খেলতে দেখি, তখন সেটি অনুভব করি। এটা ঈশ্বরের দান।’

ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কথাগুলো লিখেছেন ক্রিকেটের মহাতারকা বিরাট কোহলি। বাংলাদেশ ও ভারতের মধ্যকার চট্টগ্রাম টেস্ট শুরুর আগেরদিন তিনি এ টুইট করেন।

পর্তুগিজ মহাতারকা ও পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর অন্যতম বড় ভক্ত হিসেবে আগে থেকেই পরিচিত কোহলি। মরক্কোর বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায় নেয়া অনেকের মতো টিম ইন্ডিয়ার ব্যাটিং গ্রেটকেও করেছে ব্যথিত।

পরে আরেকটি টুইটে ৩৪ বর্ষী কোহলি লিখেছেন, ‘যিনি প্রতিবার নিজের হৃদয় দিয়ে খেলেন, কঠোর পরিশ্রম এবং উৎসর্গের প্রতিমূর্তি হন, যেকোনো ক্রীড়াবিদের জন্য তিনি সত্যিকারের অনুপ্রেরণা। একজন ব্যক্তির জন্য এটি একটি সত্যিকারের আশীর্বাদ। আপনি আমার কাছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ।’

এদিকে, রোনালদো মরক্কোর বিপক্ষে শুরুর একাদশে না থাকার সমালোচনা করে ইনস্টাগ্রামে লিখেছেন তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজ।

ম্যাচের পর রোনালদোকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘আজ তোমার বন্ধু ও কোচ বাজে সিদ্ধান্ত নিয়েছিল। সেই বন্ধু যার জন্য তুমি অনেক প্রশংসা এবং শ্রদ্ধা নিয়ে কথা বলেছিলে। তুমি যখন খেলায় নেমেছিলে, তিনি দেখেছিলেন কীভাবে সবকিছু বদলে গেছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।’

পর্তুগালের কোচ ফের্নান্দো সান্তোসের উপর ক্ষুব্ধ জর্জিনা আরও লিখেছেন, ‘আপনি বিশ্বের সেরা খেলোয়াড়কে অবমূল্যায়ন করতে পারেন না। এটা সবচেয়ে শক্তিশালী অস্ত্র। কিংবা আপনি এমন কারোর পক্ষে দাঁড়াতে পারবেন না যে সেটার যোগ্য নয়। জীবন আমাদের শিক্ষা দেয়। আজ আমরা হারিনি, আমরা শিখেছি ক্রিস্টিয়ানো।’

Exit mobile version