সৌদি সুপার কাপের সেমিফাইনালে দেখা হতে চলেছে ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমার। রিয়াল মাদ্রিদের সাবেক দুই সতীর্থ খেলছেন সৌদির আল-নাসের ও আল-ইত্তিহাদে। মঙ্গলবার সন্ধ্যায় ক্লাব দুটি হংকংয়ে নামবে। ম্যাচের আগর আল-ইত্তিহাদের ফরাসি তারকা বেনজেমা বলেছেন, ‘যে সেরা সে-ই জিতবে।’
বেনজেমা ও রোনালদো দীর্ঘ সময় খেলেছেন একসাথে। রিয়ালের হয়ে দুজনে জিতেছেন ব্যালন ডি’অরও। ক্রিস্টিয়ানো ২০২৩ সালে সৌদিতে পাড়ি জমানোর পরপরই সেখানে যান বেনজেমা।
গত মৌসুমের আসরে আল-হিলালের কাছে আল-নাসের হারে ৪-১ ব্যবধানে। তাদের লক্ষ্য চলতি মৌসুমে শিরোপা জয়। অন্যদিকে বেনজেমা সৌদি আসার পর গত মৌসুমে আল-ইত্তিহাদ জিতেছে সৌদি প্রো লিগ ও কিংস কাপ।
বেনজেমা বলেছেন, ‘ক্রিস্টিয়ানো সেরা খেলোয়াড়। কিন্তু যারা ভালো তারাই ম্যাচে জিতবে। আমি জানি না বড় কোন চ্যালেঞ্জ কিনা। তবে এটা রোনালদো বনাম বেনজেমা খেলা নয়। বলতে পারেন আল-নাসের বনাম আল-ইত্তিহাদ।’
‘এটাই বলতে পারি ফুটবলের কিংবদন্তি রোনালদো। যিনি ফুটবলে অনেক দিয়েছেন, এখনও দিয়ে চলছেন। শুভ কামনা তার জন্য।’
আল-ইত্তিহাদ কোচ লরেন্ট ব্লাঙ্ক বলেছেন, ‘রোনালদোকে নিয়ে ভাবতে হচ্ছে। পরিকল্পনায় থাকবে কীভাবে তাকে থামানো যায়। কিন্তু এমন বলতেও চাই না। তিনি সেরা খেলোয়াড়।’









