বড়দিন উপলক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোকে ২ লাখ ৫০ হাজার পাউন্ডের গাড়ি উপহার দিয়েছেন বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। পর্তুগিজ মহাতারকার উপহার পাওয়া সেই রোলস রয়েস গাড়িটিকে ‘পর্নোগ্রাফিক’ বলছেন স্প্যানিশ রাজনীতিবিদ মিগুয়েল অ্যাঞ্জেল রেভিলা।
রেভিলা উচ্চ মুদ্রাস্ফীতিসহ বর্তমানে অনেক মানুষের অর্থনৈতিক সমস্যায় জর্জরিত থাকার বিষয়টি টেনে রোনালদোর দামি গাড়ি দেখানোকে অশ্লীলতার সঙ্গে তুলনা করেছেন।
স্পেনের ক্যান্টাব্রিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রেসিডেন্ট রেভিলা লা স্যাক্সতা টিভির এক অনুষ্ঠানে রোনালদো-জর্জিনা জুটিকে নিয়ে বিস্ফোরক মন্তব্যটি করেন।
‘মানুষ এই মুহূর্তে যা উপলব্ধি করছে তা হল এই জিনিসগুলো টিভিতে প্রকাশিত হয় তা নৈতিক নয়। এই ধরনের মনোভাব ভয়ানক পর্নোগ্রাফির মতো মনে হয়।’
গত ফেব্রুয়ারিতে সিআর সেভেনের ৩৭তম জন্মদিনে জর্জিনা একটি আট আসনের ক্যাডিলাক এসকেলেড উপহার দিয়েছিলেন।







