বিশ্বের তুখোড় গোলরক্ষকরা যাকে দেখে হয়ত ভয় পেয়ে থাকবেন মাঠের লড়াইয়ে, সেই ক্রিস্টিয়ানো রোনালদো ভয় পান মোবাইল সেবার ৫জি নেটওয়ার্ককে। কিন্তু কেন? খোলাসা করেছেন মহাতারকার পর্তুগিজ সতীর্থ সেদরিক সোয়েরস। ৪০ বর্ষী রোনালদো তাকে একবার বলেছিলেন ৫জি মোবাইল কক্ষের বাইরে রেখে ঘুমাতেই পছন্দ করেন। সোয়েরসকেও উপদেশ দিয়েছিলেন ঘুমের সময় ৫জি মোবাইল সাথে না রাখতে।
ব্রাজিলের গণমাধ্যমে সোয়েরস বলেছেন, ‘৫জি তখন প্রথম প্রথম এসেছে। রোনালদো একবার বললেন ঘুমের ক্ষতি এড়ানোর জন্য এটি কক্ষে না রাখতে। রোনালদো এখনও ৫জি মোবাইল দূরে রেখে ঘুমান কিনা জানি না। কিন্তু তিনি মোবাইলের নেটওয়ার্ক বন্ধ রাখেন ঘুমের সময়।’
করোনাভাইরাস যখন বিশ্বব্যাপী ছেয়ে যায়, ৫জি নেটওয়ার্কের মাধ্যমে ভাইরাসটি মানবদেহে ছড়ায় এমন কথা ছড়িয়ে পড়েছিল। এর মাধ্যমে শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা কমে, এমনকিছুও সেসময় ছড়ায়। রোনালদো এমন উদ্বেগের জন্য করেছেন কিনা সেটা কেবল তিনিই বলতে পারবেন।’
গবেষণায় অবশ্য এসেছে, ৫জি নেটওয়ার্কের উচ্চমাত্রার রেডিয়েশন মানসিক উদ্বেগ বাড়াতে পারে। ঘুমের ক্ষতি কিংবা অসম্পূর্ণ ঘুমের সাথে সরাসরি কোন সম্পর্ক নেই এটির।
রোনালদো ও সোয়েরস পর্তুগালের হয়ে একসঙ্গে খেলেছেন ২৫ ম্যাচ। পর্তুগালের ৩৩ বর্ষী ডিফেন্ডার সোয়েরস এখন খেলছেন ব্রাজিলের ক্লাব সাও পাওলোতে। পর্তুগাল জার্সিতে তিনি খেলেছেন ৩৩ ম্যাচ।









