ব্রাজিলের সর্বকালের সেরা ফুটবলারদের একজন রোনাল্ডো নাজারিও। ‘দ্য ফেনোমেনন’ নামে খ্যাত ফরোয়ার্ড অবসরের পর কিনেছেন একাধিক ক্লাবের মালিকানা। এবার ব্রাজিল ফুটবলের দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছেন ২০০২ বিশ্বকাপজয়ী তারকা। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে চান ৪৮ বর্ষী তারকা।
২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে সিবিএফের সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন সামনে রেখে সোমবার আনুষ্ঠানিকভাবে সিবিএফের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার কথা জানিয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার রোনাল্ডো। প্রেসিডেন্ট হয়ে ব্রাজিল ফুটবলকে চূড়ায় ফেরাতে চান তিনি।
সিবিএফের সভাপতি পদে নির্বাচন করতে অন্তত চারটি স্টেট ফেডারেশন এবং চারটি ক্লাবের সমর্থন প্রয়োজন হবে। সেই সমর্থন জোগাড়ে ব্রাজিলজুড়ে ভ্রমণ করার ঘোষণা দিয়েছেন রোনাল্ডো। সমর্থন আদায়ের জন্য রোনাল্ডো সংশ্লিষ্ট ব্যক্তিদের রাজি করানোর চেষ্টা করবেন উল্লেখ করেছেন।
নির্বাচন করার ঘোষণা দিয়ে রোনাল্ডো বলেছেন, ‘এই ঘোষণার মধ্য দিয়ে ক্লাব ফেডারেশনের সভাপতিদের বার্তা দিতে চাই যে আমি সিবিএফের সভাপতি পদের প্রার্থী। আমার দারুণ পরিকল্পনা আছে। কেউ ভোট দেয়ার প্রতিশ্রুতি দেয়ার আগে আমি সবার সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ করতে চাই। আমি তাদের প্রত্যেকের ভাবনা জানতে ব্রাজিলজুড়ে ভ্রমণ করব।’
‘আমার মধ্যে অনেক আগ্রহ কাজ করছে। সবচেয়ে বড় আগ্রহ হচ্ছে ব্রাজিলের ফুটবলকে আবারও বৈশ্বিক স্তরে ফিরিয়ে আনা। আমার সঙ্গে প্রায়ই এমন হয়, মানুষ আমাকে রাস্তায় দাঁড় করিয়ে খেলায় ফিরে আসতে বলে। কারণ, জাতীয় দলের অবস্থা এখন খুব একটা ভালো জায়গায় নেই। মাঠে ও মাঠের বাইরে কিছুই ঠিক নেই।’
‘সাবেক ফুটবলারদের এবং সত্যিকারের নায়কদের কথা শোনা হবে আমার ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার লক্ষ্য থাকবে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারদের সামনে নিয়ে আসা। আমি চাই, সিবিএফকে ব্রাজিলের সবচেয়ে পছন্দের একটি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে।’








