সৌদি প্রো লিগে পর্তুগীজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসের ও ফরাসি তারকা করিম বেনজেমার আল ইত্তিহাদের লড়াই দারুণ জমেছিল। শেষ হাসিটা হেসেছেন বেনজেমা। তার গোল করার দুই মিনিট পর গোল করেন রোনালদো। হারে রোনালদোর আল নাসের শিরোপার দৌড়ে বেশ খানিকটা ছিটকে গেছে।
কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে প্রথমার্ধে আল নাসের-আল ইত্তিহাদ কোনো দলই গোল পায়নি। দ্বিতীয়ার্ধের দশ মিনিটে শুরুটা করেন করিম বেনজেমা। এর দুই মিনিট পর রোনালদো গোল করে আল নাসেরকে সমতায় ফেরান।
পয়েন্ট ভাগাভাগি করতে ম্যাচ প্রায় শেষদিকে ছিল। তখন টটেনহ্যাম হটস্পারের সাবেক ফরোয়ার্ড স্টিভেন বার্গভিজন আল নাসেরের জালে বল জড়ান। ইত্তিহাদ ফরোয়ার্ডের ৯১ মিনিটে করা গোলে জয় নিয়ে শীর্ষ পোক্ত করে দলটি।
আল নাসেরকে হারিয়ে ১৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ। এক ম্যাচ কম খেলা আল হিলালের পয়েন্ট ৩১। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে চারে রোনালদোর আল নাসের, যাদের শিরোপায় টিকে থাকার লড়াই কঠিন হয়ে গেল।









