দলবদলের মৌসুমে বেশ আলোচনায় আছে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসের। দলটিতে যোগ দিচ্ছেন স্পেনের ডিফেন্ডার ইনিগো মার্টিনেজ। বার্সেলোনার তারকাকে নেয়ার ব্যাপারে আলোচনা অনেকদূর এগিয়েছে বলে খবর।
৩৪ বর্ষী মার্টিনেজের সাথে বার্সেলোনার চুক্তি আছে ২০২৬ পর্যন্ত। তা সত্ত্বেও বার্সেলোনা তাকে আল-নাসেরের জন্য ফ্রি এজেন্ট হিসেবে ছেড়ে দিতে চায়। গত বছর সৌদি প্রো লিগ থেকে লোভনীয় প্রস্তাব এসেছিল ইনিগোর কাছে। বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো তাকে বুঝিয়ে সেদফা রেখে দেন।
এ মৌসুমে আল-নাসের ইতিমধ্যে জোয়াও ফেলিক্সের সাথে চুক্তি করেছে। মার্টিনেজের চলে যাওয়ায় সরাসরি কোন অর্থ বার্সায় যোগ হবে না, তবে উল্লেখযোগ্য বেতন খরচ বন্ধ হবে। এক্ষেত্রে মার্টিনেজের বেতনের ৬০ শতাংশ অর্থ নতুন খেলোয়াড় নিবন্ধনে ব্যবহার করতে পারবে ক্লাবটি।
মার্টিনেজের চলে যাওয়া হ্যান্সি ফ্লিকের জন্য বড় ক্ষতি। জার্মান কোচের সেরা একাদশের নিয়মিত মুখ ছিলেন তিনি। পাউ কুবার্সির সঙ্গে দারুণভাবে রক্ষণ সামলাতেন। ২০২৩ সালে অ্যাথলেটিক ক্লাব থেকে ফ্রি এজেন্ট হিসেবে বার্সেলোনায় এসেছিলেন মার্টিনেজ।









