৮ বছরের প্রেমের সম্পর্ক প্রণয়ে পূর্ণতা দিতে চলেছেন মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসেরে খেলতে থাকা রোনালদোর সাথে জর্জিনা বাগদান সেরে জানিয়ে দিয়েছেন, তিনি রাজি। ইঙ্গিত, দুজনের বিয়ের পিঁড়িতে বসা আসন্ন।
সোমবার জর্জিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, পর্তুগিজ মহাতারকা রোনালদো তাকে প্রস্তাব দিয়েছেন এবং আংটি পরিয়ে বাগদান সম্পন্ন করেছেন। জর্জিনা আঙুলে পরা হীরার আংটির ছবি দিয়েছেন, ছবিতে দেখা যাচ্ছে তার হাতের সাথে আরেকটি হাত। শিরোনামে লিখেছেন, ‘হ্যাঁ, আমি রাজি, এখন এবং সারাজীবনের জন্য।’ পোস্টে জর্জিনা সৌদি আরবের রিয়াদে অবস্থান চিহ্নিত করেছেন, যেটি আল-নাসের ক্লাবের শহর।
২০১৬ সালে স্পেনে গুচি ব্র্যান্ডের শোরুমে রোনালদোর সাথে জর্জিনার পরিচয় এবং ২০১৭ সালে প্রথম তাদের প্রেমের গল্প সামনে আসে। জর্জিনার কোলজুড়ে পরে রোনালদো সন্তান জন্মনেয়, পাশাপাশি সিআর সেভেনের অন্য সন্তানদের দেখভালের দায়িত্বও সামলেছেন তিনি।
৪০ বর্ষী রোনালদো এবং জর্জিনার ঘরে আছে আট বছরের কন্যা আলানা মার্তিনা এবং তিন বছরের কন্যা বেলা এসমেরালদা। বেলার যমজ ভাই জন্মের পর মারা যায়। রোনালদোর বড় ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রের এবং বাকি দুই যমজ ইভা মারিয়া এবং মাতের দেখাশোনা করে চলেছেন জর্জিনা।
৩১ বর্ষী জর্জিনা আর্জেন্টাইন এবং স্পেনের নাগরিক। জন্ম আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে। তিনি একজন মডেল।









