গত ডিসেম্বরে সৌদি আরবের ক্লাব আল নাসেরে নাম লেখান ক্রিস্টিয়ানো রোনালদো। মৌসুমে সৌদি ক্লাবটির হয়ে কোনো শিরোপার স্বাদ পাননি পর্তুগিজ মহাতারকা। উল্টো আল নাসেরের হয়ে মৌসুম শেষ করলেন চোট নিয়ে। খেলতে পারেননি সৌদি প্রো লিগের আসরের শেষ ম্যাচে।
বুধবার রাতে শেষ হয়েছে সৌদি প্রো লিগের এবারের মৌসুম। আসরের শেষ ম্যাচে আল ফাতেহকে ৩-০ গোলে হারায় রোনালদোর ক্লাব আল নাসের। ম্যাচে বেঞ্চে বসে কাটিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
চোটের কারণে খেলতে পারেননি রোনালদো। চারদিন আগে অনুশীলনে পেশিতে চোট পাওয়ায় মাঠের বাইরে থাকতে হল। ৩৮ বর্ষী মহাতারকার চোটের মাত্রা বিষয়ে এখনও কিছু জানায়নি ক্লাবটি।
ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে বছরে ২০০ মিলিয়ন ইউরো রেকর্ড বেতনে আল নাসেরে যোগ দেন পর্তুগিজ কিংবদন্তি। মৌসুমে ক্লাবটির হয়ে ১৬ ম্যাচ খেলেছেন, গোল করেছেন ১৪টি।
৩০ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের টাইটেল জিতেছে আল ইতিহাদ। চ্যাম্পিয়নদের থেকে ৫ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে লিগ শেষ করেছে আল নাসের।








