আগেই জানিয়ে দিয়েছিলেন হাজার গোলের লক্ষ্যে ছুটে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা। আল নাসেরের হয়ে দারুণ এক গোলে পেশাদার ক্যারিয়ারে ৯৫০তম গোলের দেখা পেলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
সৌদি প্রো লিগে শনিবার রাতের ম্যাচে আল হাজমকে ২-০তে হারিয়েছে আল নাসের। প্রথমার্ধে জোয়াও ফেলিক্স এগিয়ে দেন আল নাসেরকে। এরপর দ্বিতীয়ার্ধে গোল করেন ৪০ বর্ষী রোনালদো।
লিগে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে প্রতিটিতে জয় পেয়েছে আল নাসের। ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রোনালদোদের দল। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আল তাউন। ১৪ পয়েন্ট নিয়ে তিনে আছে আল হিলাল।
কিং আব্দুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখিয়েছে আল নাসের। পুরো ম্যাচের ৬৪ শতাংশ বল নিজেদের দখলে রেখে গোলের জন্য নেয়া ১২ শটের মধ্যে লক্ষ্যে রাখে ৭টি। বিপরীতে আল হাজমের নেয়া তিন শটের মধ্যে দুটি ছিল লক্ষ্যে।
রোনালদো এই ৯৫০ গোল করেছেন পাঁচ ক্লাব ও পর্তুগাল জাতীয় দলের হয়ে। স্পোর্টিং সিপিতে ক্যারিয়ার শুরুর পর ক্লাবটির হয়ে করেছেন ৫ গোল। ম্যানচেস্টার ইউনাইটেডে দুই দফায় ১৪৫ গোল করেছেন তিনি। সবচেয়ে বেশি ৪৫০ গোল রিয়াল মাদ্রিদের জার্সিতে করেছেন রোনালদো। জুভেন্টাস ও আল নাসেরের হয়ে করেছেন যথাক্রমে ১০১ ও ১০৬ গোল। এর বাইরে পর্তুগাল জাতীয় দলের জার্সিতেও করেছেন ১৪৩ গোল।









