গোল করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আগের ম্যাচে জোড়া গোলের পর আল রিয়াদের বিপক্ষেও জোড়া গোলের দেখা পেয়েছেন পর্তুগিজ মহাতারকা। এদিন পিছিয়ে পড়েও রোনালদোর নৈপুণ্যে ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় তোলে আল নাসের। জয়ে দুইয়ে থাকা আল হিলালের সঙ্গে ব্যবধান কমিয়ে এক পয়েন্টে নিয়ে এসেছে তারা। রোনালদোও এক হাজার গোলের পথে এগিয়ে গেলেন আরেকটু।
আল-আওয়াল পার্কে শনিবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল রিয়াদকে ২-১তে হারিয়েছে আল নাসের। প্রথমার্ধে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ফাইজ সেলেমানির গোলে পিছিয়ে পড়ার পর ৫৬ ও ৬৪ মিনিটে দুই গোল করে আল নাসেরকে জয় এনে দেন সিআর সেভেন। জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বসিত রোনালদো একটি পোস্টে লিখেছেন, ‘এভাবেই আমরা জিতি।’
চলতি মৌসুমে লিগে ২৬ ম্যাচে ২৩ গোল করেছেন রোনালদো। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৩টি। হাজার গোলের দিকে ছুটে চলা রোনালদোর ক্যারিয়ারে সর্বমোট গোল দাঁড়াল ৯৩৩টি। এক হাজার থেকে আর ৬৭ গোল দূরে দাঁড়িয়ে পর্তুগিজ মহাতারকা।
আল রিয়াদকে হারিয়ে ২৭ ম্যাচে ১৭ জয় ও ৬ ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে তিনে আছে আল নাসের। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন আল হিলাল। শীর্ষে থাকা আল ইত্তিহাদ সমান ম্যাচে ৬৫ পয়েন্ট অর্জন করেছে।









