ক্যারিয়ারের গোধূলি বেলায় এসেও দারুণ ছন্দে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল তাই’য়ের বিপক্ষে হ্যাটট্রিকের তিন দিন পর আবারও হ্যাটট্রিকের দেখা পেলেন ৩৯ বর্ষী পর্তুগিজ মহাতারকা। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি সিআর সেভেনের ৬৫তম হ্যাটট্রিক।
সৌদি প্রো লিগের ম্যাচে মঙ্গলবার রাতে আবহার বিপক্ষে ৮-০ গোলের বড় ব্যবধানে জিতেছে আল নাসের। ম্যাচের ৪২ মিনিটের মধ্যে নিজে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি আরও দুটি গোল সতীর্থদের দিয়ে করিয়েছেন। আল নাসের ৫-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে রোনালদোর সরাসরি ভূমিকা ছিল।
এছাড়া আব্দুল আজিজ আল-আলওয়ার জোড়া সঙ্গে একটি করে গোল করেন আব্দুল মাজিদ আল-সুলাইহিম, আব্দুররহমান ঘারিব ও সাদিও মানে।
পয়েন্ট টেবিলের তলানির দলটির বিপক্ষে এদিন শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে আল নাসের। প্রথামার্ধে আল আবহার জালে পাঁচবার বল পাঠায় লুইস কাস্ত্রোর দল, যার প্রতিটিতে জড়িয়ে আছে রোনালদোর নাম।
খেলার ১১, ২১ ও ৪২ মিনিটে তিনটি নিখুঁত ফিনিশিংয়ে রোনালদো পেয়ে যান লিগে টানা দ্বিতীয় হ্যাটট্রিক। সাদিও মানে ও সুলাইহিমের করা অন্য গোল দুটিরও যোগানদাতা ছিলেন পর্তুগিজ মহাতারকা।
রোনালদোর ক্যারিয়ারের ৬৫টি হ্যাটট্রিকের মধ্যে আল নাসেরে যোগদানের পরে এই কীর্তি পাঁচবার গড়লেন। সৌদি ক্লাবটির হয়ে তিনি ৫৯টি ম্যাচ খেলেছেন। ৩০ বর্ষী হওয়ার আগে ৩০টি হ্যাটট্রিক করেন। বয়স ৩০ পেরিয়ে যাওয়ার পরই ৩৫টি হ্যাটট্রিক করলেন।
আল নাসেরের হয়ে এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ ম্যাচে ৩৬ গোল পেলেন সিআর সেভেন। সর্বোচ্চ ২৯ বার লক্ষ্যভেদে এবার সৌদি প্রো লিগে সর্বোচ্চ গোলদাতাও রোনালদো।







