ক্রিস্টিয়ানো রোনালদোকে কিনে ‘প্রতারিত’ হয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসের। খবর আসে, এমন মন্তব্য করেছেন ক্লাবটির সভাপতি মুসাল্লি আল মুয়াম্মার। তবে আল নাসেরের পক্ষ নিয়ে সেই মন্তব্যকে মিথ্যা বলেছে ক্লাব কর্তৃপক্ষ।
ক্লাবের প্রেস উপদেষ্টা ওয়ালিদ আল-মুহাইদিব ইএফই নিউজ এজেন্সিকে বলেছেন, ‘আরবনিউজ৫০-এর বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল দেসমার্ক’ যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বলা হয়েছে, রোনালদোর সঙ্গে চুক্তি করে আমরা প্রতারিত হয়েছি। যা সম্পূর্ণ মিথ্যা ও ভুল। রোনালদোকে নিয়ে আল নাসের সভাপতি কোনো মন্তব্যই করেননি।’
গতবছরের নভেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেন পর্তুগিজ মহাতারকা। ক্রিস্টিয়ানো রোনালদো এরপর কিছু ম্যাচে দারুণ ছন্দে থাকলেও বাকিগুলোতে ছিলেন নিজের ছায়া হয়ে। ১৪ ম্যাচে সবমিলিয়ে ১১ গোল করেছেন। কাপ প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার পর লিগ জয়ের পথটাও কঠিন হয়ে দাঁড়িয়েছে তার ক্লাবের।
হতাশাজনক পরফরম্যান্সের পর লিগ সভাপতি নাকি আরবনিউজ৫০কে বলেছিলেন, ‘আমি আমার জীবনে মাত্র দুবার প্রতারিত হয়েছি, প্রথমবার- যখন তিনটি কাবাব অর্ডার করে দুটি পেয়েছিলাম, আর দ্বিতীয়বার- যখন আমি ক্রিস্টিয়ানো রোনালদোকে চুক্তিবদ্ধ করি।’
আল নাসের জোর দিয়ে জানিয়েছে, আরবনিউজ৫০-এর বরাত দিয়ে স্প্যানিশ সংবাদ মাধ্যম ‘এল দেসমার্ক’ প্রকাশিত খবরটি সম্পূর্ণ কাল্পনিক।







