স্পেনে ছুটি কাটাতে গিয়ে গতমাসে সড়ক দুর্ঘটনায় মারা যান লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড ডিয়েগো জোতা ও ভাই আন্দ্রে সিলভা। শৈশবে দুজন যে শহরে বড় হয়েছেন, সেই গন্দোমারে সমাহিত করা হয়েছে তাদের। সেসময় উপস্থিত ছিলেন না জোতার জাতীয় দল সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো। শেষকৃত্যে সিআর সেভেনের না থাকাকে অবিচার বলছেন পর্তুগিজ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা পেদ্রো প্রোয়েঙ্কা।
পেদ্রো বলেছেন, ‘পর্তুগালের অধিনায়ক হয়েও রোনালদোর না থাকাটা আমার চোখে পড়েছে। জাতীয় দলের সবাই একে অপরের সাথে গভীরভাবে সম্পৃক্ত থাকে।’
‘তবে এটাও বলতে চাই, জোতার শূন্যতা রোনালদো বেশ অনুভব করেছেন। কারণ রোনালদো-জোতা সত্যিকারের সতীর্থ। তার সেখানে শারীরিকভাবে অনুপস্থিতি তেমনকিছু প্রভাব ফেলে না। কারণ তিনি জোতার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তাদের হেলা করেনি।’









