শৃঙ্খলাভঙ্গের কারণে ঘরোয়া ও আন্তর্জাতিক সব আসর থেকে দুই বছরের নিষেধাজ্ঞায় রয়েছেন রোমান সানা। দেশের আর্চারির পোস্টারবয় অবশ্য মাথা পেতেই নিয়েছিলেন শাস্তি। এবার ক্ষমা চেয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ফেডারেশনের কাছে দিয়েছেন চিঠি।
গত বছরের ১৪ নভেম্বর নিষেধাজ্ঞায় পড়া সানার বিষয়ে আর্চারি ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেছে চ্যানেল আই অনলাইন। উত্তর মিলেছে, ফেডারেশনের সভার পরই সানার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তবে সভার তারিখ নির্ধারণ হয়নি এখনও।
নিষেধাজ্ঞার কারণ হিসেবে ফেডারেশন শৃঙ্খলাভঙ্গের কথা উল্লেখ করলেও বিস্তারিত কিছুই গণমাধ্যমে জানায়নি। ব্যক্তিগতভাবে অনুশীলন যাতে চালিয়ে যেতে পারেন তারকা আর্চার, সেজন্য তাকে প্রয়োজনীয় যন্ত্রপাতি দেয়া হয়েছে। শাস্তি তুলে নেয়া না হলে আগামী বছর প্যারিস অলিম্পিকে সানার অংশ নেয়ার কোনো সম্ভাবনা নেই।
২০১৯ সালে বিশ্বকাপ আর্চারিতে ব্রোঞ্জ জিতে টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিলেন রোমান সানা। তাকে ঘিরে অলিম্পিকে পদকশূন্য থাকার গ্লানি দূর করার আশা এখনো দেখা হয়। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেই সেই আশার পালে লাগবে হাওয়া।







