বঙ্গবন্ধু কাপ-২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চতুর্থ আসরে নেপালকে হারিয়ে টানা চতুর্থ শিরোপা ঘরে রেখেছ বাংলাদেশ। আসরে সেরা ক্যাচার হয়েছেন বাংলাদেশের রোমান হোসাইন। পুরো আসরে রেইডারদের আতঙ্কে রেখেছেন এ তারকা। জয়ের পর সংবাদমাধ্যমে সাফল্য নিয়ে কথা বলছেন। জানিয়েছেন লিগ চালু করার গুরুত্ব। পুরো আসরে সব খেলোয়াড়দের আহ্বানই ছিল এমন।
‘আমরা যদি বিভিন্ন লিগে খেলতে পারতাম, তাহলে বাংলাদেশের কাবাডি আরও এগিয়ে যেত। কাবাডি ফেডারেশনের সবাই খেলোয়ড়দেও বেশ সহায়তা করে। এত বড় আয়োজন কাবাডি ফেডারেশন করেছে। ফেডারেশন সহায়তা না করলে বিদেশের এমন ১১টা দল এনে এতবড় আয়োজন হত না। কাবাডি ফেডারেশন সেটা দেখিয়ে দিয়েছে, বাংলাদেশ পারে।’
কাবাডিকে গুরুত্ব দেয়ার বিষয়ে রোমান হোসাইন বলেন, ‘কাবাডি আমাদের গ্রামাঞ্চলে জনপ্রিয়। কাবাডিকে ক্রিকেটের মত প্রাধান্য দিলে, ক্রিকেটের মত বর্হিবিশ্বে এশিয়ান গেমস বলেন, বিশ্বকাপ বলেন এমন জায়গা থেকে পদক আনতো।’
নিজেদের অপূর্ণতা সম্পর্কে সেরা ক্যাচার রোমান, ‘ক্রিকেটে যেমন খেলোয়াড়দেও ভাতা আছে, বেতন আছে, কাবাডিতে কিছুই নেই। কাবাডিতে শুধু আমরা শ্রমের বিনিময়ে খেলি এমন বলা চলে। কাবাডিতে যদি বেতনের আওতায় আনা যেত তাহলে গ্রাম থেকে আরও খেলোয়াড় উঠে আসত। কারণ যেখানে টাকা নেই সেখানে অন্য কিছু তেমন প্রভাব রাখে না।’
‘ভারতে প্রো-কাবাডি খেলা হয়, সেখানে একজন খেলোয়াড় কোটি কোটি টাকা আয় করে। বাংলাদেশে ১০ হাজার টাকাও আয় করার সুযোগ কম। যদি এখানে টাকা বিনিয়োগ করা যায়, প্রো-কাবাডির মত বাংলাদেশে লিগ চালু করা গেলে ভালো খেলোয়াড় পাওয়া যেত।’
দেশের বাইরে সাফল্য না পাওয়া নিয়ে রোমান বলেন, ‘বাইরে আরও ভালো দল আছে। পাকিস্তান, ভারত, ইরান এরা ভালো খেলে। এক সময় আমরা এদের হারাতে পারব, পদক আনতে পারব।’









