বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্ক ও রাজনৈতিক টানাপোড়েনের পটভূমিতে নির্মিত বহুল প্রতীক্ষিত ছবি ‘রক্তবীজ ২’–এর টিজার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (১৪ আগস্ট)। যা প্রকাশের পর থেকেই দুই বাংলার সিনেপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা ও তোলপাড় সৃষ্টি করেছে।
২০২৩-এ মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ‘রক্তবীজ’-এর সাফল্যের পর ওপার বাংলার স্বনামধন্য নির্মাতা জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত নতুন কিস্তিতে দুই প্রতিবেশী দেশের সম্পর্কের নানা জটিলতা এবং রাজনৈতিক টানাপোড়েন উঠে এসেছে।
টিজারের শুরুতেই শোনা যায় “যতবার ভারত ও বাংলাদেশ কাছাকাছি এসেছে, ততবার মাথা চাড়া দিয়ে উঠেছে উগ্র সন্ত্রাস” সংলাপটি! ১ মিনিট ৪৮ সেকেন্ডের টিজারে সীমান্ত, রাজনীতি, কূটনৈতিক আলোচনার অন্তরাল, এবং দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের প্রতীকী উপস্থাপন স্পষ্টভাবে ফুটে উঠেছে।
ভারতীয় গণমাধ্যমের দাবি, ছবির কাহিনির অনুপ্রেরণা এসেছে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাংলাদেশ সফর থেকে। এতে ভিক্টর ব্যানার্জি প্রণব মুখার্জির চরিত্রে অভিনয় করেছেন, আর ‘ব্যান্ডিট কুইন’খ্যাত সীমা বিশ্বাসকে দেখা যাবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে।
টিজারে নড়াইলের ভদ্রবিলা গ্রামে প্রণব মুখার্জির শ্বশুরবাড়ি সফরের দৃশ্যও দেখা গেছে—যেখানে গ্রামীণ প্রস্তুতি, ঐতিহ্যবাহী আপ্যায়ন এবং সাংস্কৃতিক আমেজ তুলে ধরা হয়েছে। ‘রক্তবীজ’–এর মতোই এবারের ছবিতেও আছেন আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী। নতুন করে যুক্ত হয়েছেন অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখোপাধ্যায়।
প্রকাশিত অফিশিয়াল টিজারে শীতল খলনায়কের ভূমিকায় অঙ্কুশ হাজরার উপস্থিতি ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে, আর একটি আইটেম গানে নেচেছেন নুসরাত জাহান।
পরিচালকদ্বয় জানিয়েছেন, এই কিস্তিতে শুধু রাজনৈতিক কাহিনি নয়, বরং ভারত-বাংলাদেশ সম্পর্কের অন্তর্নিহিত টানাপোড়েন ও দ্বন্দ্বকে সিনেমাটিক আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর ভারতে মুক্তি পাবে অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘রক্তবীজ ২’।
এর আগে উইনডোজ-এর প্রযোজনায় শিবু-নন্দিতা জুটি পরিচালিত ‘বহুরূপী’ সিনেমাটি পশ্চিমবঙ্গের সিনেমা ইন্ডাস্ট্রিতে রেকর্ড পরিমাণে ব্যবসা করে শীর্ষস্থানে পৌঁছে দেয়। ধারণা করা যাচ্ছে, ‘বহুরূপী’র ব্যবসায়িক সাফল্যকেও টেক্কা দিতে পারে আসন্ন ‘রক্তবীজ ২’।
এদিকে, ইউটিউবে টিজারটি দেখে নেটিজেনরা মন্তব্যে বলছেন, আগের মতো এবারের দুর্গাপূজাও ‘রক্তবীজ ২’ জমিয়ে দেবে। কেউ আবার লিখছেন, প্রডাকশন হাউজ উইনডোজ এবং শিবু-নন্দিতা জুটি কখনও হতাশ করে না। টিজারে আন্দাজ করা যাচ্ছে ‘রক্তবীজ ২’ বক্সঅফিসে ঝড় তুলবে।









