Site icon চ্যানেল আই অনলাইন

টি-টুয়েন্টি বিশ্বকাপে অধিনায়কত্বে ‘প্রথম পছন্দ’ রোহিত

গত সপ্তাহে বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক জয় শাহ বলেছিলেন টি-টুয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক থাকবেন রোহিত শর্মা। কারণ হিসেবে ওয়ানডে বিশ্বকাপে রোহিতের পারফরম্যান্স এবং হার্দিক পান্ডিয়ার ইনজুরির কথা উল্লেখ করেছিলেন। এবার জয় শাহ’র সাথে সুর মেলালেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি বলেছেন, রোহিত হবে সেরা নির্বাচন।

৫১ বর্ষী সৌরভ বলেছেন, ‘টি-টুয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হিসেবে রোহিত শর্মা হবে সঠিক পছন্দ। যেভাবে সে ওয়ানডে বিশ্বকাপের ১০ ম্যাচ পরিচালনা করেছে সেটা আমাদের মাথায় এখনও সতেজ। সুতরাং, রোহিত হবে সেরা পছন্দ।’

টি-টুয়েন্টিতে রোহিতের জয়ের রেকর্ড বেশ সমৃদ্ধ। এ পর্যন্ত ৫৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪২টিতে জয় পেয়েছেন রোহিত, হেরেছেন মাত্র ১২টিতে। এবারের বিশ্বকাপের আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। ২০০৭ সালের প্রথম আসরে শিরোপা ঘরে তোলার পর আর শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি ভারত।

Exit mobile version