বছর দুয়েক আগেই একদিনের ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব পেয়েছিলেন রোহিত শর্মা। ২০২১ সালের ডিসেম্বরে বিরাট কোহলিকে সরিয়ে রোহিতের কাঁধেই ন্যস্ত করা হয়েছিল অধিনায়কত্বের ভার। তার নেতৃত্বেই চলতি বিশ্বকাপে দাপট দেখাচ্ছে ভারত। অপরাজিত দল হিসেবেই নিশ্চিত করেছে ফাইনাল। শিরোপার মঞ্চে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। মহারণের আগেই অবশ্য রোহিত জানালেন, অধিনায়ক হওয়ার পর থেকেই দিনটির জন্য প্রস্তুত ছিলেন তিনি।
বিশ্বকাপের ত্রয়োদশ আসরের ফাইনালে মুখোমুখি স্বাগতিক ভারত ও পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গড়াবে ফাইনাল মহারণ। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে লড়াই। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসেছিলেন রোহিত। জানালেন, বছর দুয়েক আগে থেকেই প্রস্তুত থাকার কথা।
‘আমি অধিনায়ক হওয়ার পর থেকেই আমরা এই দিনটির জন্য প্রস্তুতি নিয়েছি। গত ২ বছরে ফরম্যাট অনুযায়ী খেলোয়াড়দের মার্ক করেছি। যার যার ভূমিকার বিষয়টি স্পষ্ট করে দিয়েছি। অধিনায়ক ও কোচের মধ্যে এ নিয়ে অনেক সংলাপ হয়েছে। কেননা এখানে প্রত্যেকের ভূমিকাই গুরুত্বপূর্ণ। ফাইনালে পৌঁছানো আমাদের জন্য বড় অর্জন। আমরা আমাদের মানসিকতা ও ভূমিকা স্পষ্ট রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। এখন পর্যন্ত ভালো ফল পেয়েছি, আশা করি আগামীকালও ভালোটাই হবে।’
একজন ভারতীয় ক্রিকেটার হওয়ার কারণে অনেক চাপ মোকাবেলা করেছেন রোহিত। সংবাদ সম্মেলনে বলেছেন সে বিষয়টি নিয়েও।
‘আমরা জানি বাইরের পরিবেশ, প্রত্যাশা এবং চাপ কী। আমাদের খেলায় লেগে থাকা গুরুত্বপূর্ণ এবং এটি দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আমরা ড্রেসিংরুমে শান্ততা বজায় রাখার জন্য কাজ করেছি। ভিতরে তারা কী অনুভব করছে, আমি জানি না। কিন্তু মিটিং, প্রশিক্ষণে, সবাই শান্ত থাকে। একজন ভারতীয় ক্রিকেটার হওয়ার কারণে আপনাকে অনেক কিছুই চাপের সাথে মোকাবেলা করতে হবে।’
বিশ্বকাপে ভারতের দুর্দান্ত ফর্মে থাকার পেছনে কোচ রাহুল দ্রাবিড়ের বিশাল ভূমিকা দেখছেন রোহিত। সাবেক কিংবদন্তি ক্রিকেটারের জন্য শিরোপাও জিততে চান তিনি।
বলেছেন, ‘রাহুল দ্রাবিড়ের ভূমিকা ব্যাপক, বিশেষ করে খেলোয়াড়দের ভূমিকার স্পষ্টতা দেয়ার ক্ষেত্রে। তিনি ক্রিকেটারদের নিজেদের মতো সমন্বয় করে খেলার স্বাধীনতা দিয়েছেন। ভারতীয় ক্রিকেটের জন্য তিনি যা করেছেন তা বিশাল এবং তিনিও এই অর্জনের অংশ হতে চান। আসুন তার জন্য এটি করি।’








