বিশ্বকাপে প্রথম চার ম্যাচে ভারতের একাদশেই ছিলেন না মোহাম্মদ শামি। চোটের কারণে টুর্নামেন্টে থেকে হার্দিক পান্ডিয়া ছিটকে যাওয়ায় তার কপাল খোলে। দুর্দান্ত ধারালো বোলিংয়ে টিম ইন্ডিয়ার এ পেসার ৬ ম্যাচ খেলেই আসরে মাত্র ৯.১৩ গড়ে সর্বাধিক ২৩ উইকেটের মালিক হয়েছেন। শুরুর ম্যাচগুলো ডাগআউটে বসে শামির জন্য কঠিন ছিল বলে মন্তব্য করেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গড়াবে ফাইনাল মহারণ। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে লড়াই। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসেছিলেন রোহিত। সেখানে শামির পরিশ্রমের কথা তুলে ধরেছেন ভারতীয় অধিনায়ক।
‘শুরুতে না খেলাটা শামির জন্য কঠিন ছিল। কয়েকটি ম্যাচে ওকে ডাগআউটে বসে থাকতে হয়েছে। সেই সময়ে মোহাম্মদ সিরাজকে সুযোগ দেয়া হয়েছিল। একাদশের বাইরে থাকাকালীন সময়ে শামি অনুশীলন করে নিজের বোলিং নিয়ে খাটছিল। সুযোগ পেয়ে পুরোপুরি কাজে লাগিয়েছে।’
বিশ্বকাপে বল হাতে দুর্দান্ত শামি। ৬ ম্যাচে বল করেছেন ৪১.৫ ওভার, ইকোনমি রেট ৫.০১। যেখানে ৭০, ৮০ বা ৯০ ওভার বল করার সুযোগ পেয়েছিলেন অন্যরা। তিনবার পাঁচ কিংবা তার অধিক উইকেট তুলে নিয়েছেন এই ডানহাতি। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন ক্যারিয়র সেরা বোলিং। ৫৭ রানে ৭ উইকেট তুলেছেন ৩৩ বর্ষী এ পেসার।







