বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজে নামের প্রতি সুবিচার করতে পারেননি বিশ্বজয়ী অধিনায়ক রোহিত শর্মা ও কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি। দুজনেই প্রত্যাশা অনুযায়ী রান পাননি। দুজনের পারফরম্যান্সের কাটাছেঁড়া চলছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ভারতের বিশ্বকাপজয়ী যুবরাজ সিং। বলছেন, মানুষ ভুলে গেছে দুজনে কী অর্জন করেছে।
যুবরাজ বলেছেন, ‘আমরা আমাদের কিংবদন্তি বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে কথা বলছি। তাদের সম্পর্কে আমরা বাজে মন্তব্য করছি।’
‘মানুষ ভুলে গেছে অতীতে তারা দেশের হয়ে কী অর্জন করেছে। এ সময়ের অন্যতম সেরা ক্রিকেটার তারা। ঠিক আছে, হারা হেরেছে; তারা ভালো ক্রিকেট খেলতে পারেনি। তারা আমাদের চেয়েও বেশি কষ্টে ভুগছেন।’
‘আমি মনে করি কোচ হিসেবে গৌতম গম্ভীর, নির্বাচক হিসেবে অজিত আগারকার, রোহিত শর্মা, বিরাট কোহলি এবং জাসপ্রীত বুমরাহ এ মুহুর্তে ক্রিকেটের সেরা নাম। তাদের সিদ্ধান্ত নিতে হবে ভবিষ্যতে ভারতীয় ক্রিকেট কোন পথে যাবে।’
‘মনে করি রোহিত একজন দুর্দান্ত অধিনায়ক। জিতুক বা হারুক, সবসময়ই একজন দুর্দান্ত অধিনায়ক থাকবেন। তার অধিনায়কত্বে আমরা ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেছি। আমরা টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতেছি। আমরা অনেক অর্জন করেছি তার নেতৃত্বে।’
বোর্ডার-গাভাস্কার সিরিজে পার্থে প্রথম টেস্টে খেলেননি রোহিত। অ্যাডিলেড, ব্রিসবেন ও মেলবোর্ন টেস্টে তার স্কোর যথাক্রমে ৩, ৬, ১০, ৩ ও ৯। সিডনি টেস্টে বিশ্রাম নেন, ভারতের অধিনায়কত্ব করেন জাসপ্রীত বুমরাহ।









