ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৬ রান করে ফিরে যান রোহিত শর্মা। ওপেনিং জুটি ভেঙে তার আউটে হতাশ হওয়ার কথা ভারতীয়দের। কিন্তু মাঠে দেখা যায় উল্টো চিত্র। একদল সমর্থক উল্লাসে মেতে ওঠেন। যা পছন্দ নয় সতীর্থ বিরাট কোহলির।
বরোদায় রোববার টসে জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটে পাঠান ভারত অধিনায়ক শুভমন গিল। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০০ রানের সংগ্রহ গড়ে কিউই দল। ৩০১ রানের লক্ষ্যে ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিকরা।
রোহিতের বিদায়ে ৩৯ রানে উদ্বোধনী জুটি ভাঙে। উল্লাসের কারণ যদিও তিনি নন, বিরাট কোহলি। একটি উইকেট পড়লেই কোহলি ব্যাট করতে নামবেন, রোহিত আউট হয়ে মাঠ ছাড়ার সময় সমর্থকদের একটা অংশের উদযাপন সেটা ঘিরেই। দর্শকদের এই অংশটি পছন্দ নয় কোহলির।
বলেছেন, ‘এটা সম্পর্কে জানি। বিষয়টা ভালো লাগেনি। ধোনির সঙ্গেও এমন হয়েছে। যে মাঠ ছাড়ছে তার জন্য এমন উল্লাস ভালো কিছু নয়। দর্শকদের ব্যাপারটা বুঝি। আমার কী করা উচিত আর কী উচিত না সেটায় নজর দেয়ার চেষ্টা করি।’
ভারতের ৪ উইকেটে জয়ের রাতে দারুণ ব্যাটিং করেও হতাশা নিয়ে ফিরতে হয়েছে কোহলিকে। ক্যারিয়ারের ৫৪তম ওয়ানডে সেঞ্চুরি থেকে ৭ রান দূরে ফিরেছেন ৯১ বলে ৯৩ করে।









