সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে ভারত। রোহিত-কোহলিদের জয়ের ম্যাচে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছিলেন ইনজামাম-উল-হক। পাকিস্তানের সাবেক অধিনায়কের অভিযোগের জবাব দিয়েছেন ভারত দলপতি রোহিত শর্মা।
অভিযোগ ঘিরে রোহিত বলেন, ‘এ সম্পর্কে আমার কী বলা উচিত? আপনি এমন রোদে খেলছেন, উইকেট শুষ্ক, বল এমনিতেই রিভার্স করবে। এমনটা সব দলের ক্ষেত্রেই ঘটছে, শুধুমাত্র আমাদের বেলায় না। সব দলের বেলায় রিভার্স সুইং হচ্ছে। মাঝে মাঝে, আপনার মন উদার করতে হবে।’
‘এটা বোঝা গুরুত্বপূর্ণ ম্যাচটি কোন পরিবেশে হচ্ছে, কন্ডিশন কেমন। ম্যাচটি ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় হচ্ছে না।’
অভিযোগে ইনজামাম বলেছিলেন, ‘আপনি সত্যকে উপেক্ষা করতে পারবেন না। আর্শদীপ সিং যখন ১৫তম ওভারটি করতে আসলেন, তখন বল রিভার্স-সুইং করছিল। বলটা তুলনামূলক নতুন ছিল, এমন রিভার্সিং শুরু করাটা কি খুব তাড়াতাড়ি নয়? এরমানে হচ্ছে বলে গুরুতর কোনো কাজ করা হয়েছে। আম্পায়ারদের চোখ-কান খোলা রাখা উচিত।’









