ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের নতুন নিয়মে রঞ্জি ট্রফিতে খেলতে হবে, এটা বাধ্যতামূলক করা হয়েছে। চুক্তি অনুযায়ী রঞ্জিতে খেলতে নেমে ব্যর্থ হয়েছেন ভারত দলের প্রায় সব বড় নামই। অধিনায়ক রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, রিশভ পান্ট ও আজিঙ্কা রাহানের মতো খেলোয়াড়রা আলো ছড়াতে পারেননি।
মুম্বাইয়ের এলিট গ্রুপে জম্মু এন্ড কাশ্মিরের বিপক্ষে খেলতে এসে ভারতের টেস্ট অধিনায়ক রোহিত শর্মা ব্যর্থ হয়েছেন।বোর্ডার-গাভাস্কার ট্রফির মতো এখানেও রান পাননি তিনি।
বৃহস্পতিবার শারদ পাওয়ার একাডেমিতে জম্বু এন্ড কাশ্মিরের বিপক্ষে জয়সওয়ালকে নিয়ে ওপেনিং করতে নেমেছিলেন ৩৭ বর্ষী রোহিত। খেলেছেন মাত্র ১৯ বল, করেছেন মাত্র ৩। টেস্টের নিয়মিত ওপেনার জয়সওয়ালও ব্যর্থ হয়েছেন, করেছেন মাত্র ৪ রান।
মুম্বাই অধিনায়ক আজিঙ্কা রাহানেও রান পাননি। ১২ রান করে আউট হন। পাঞ্জাবের হয়ে খেলতে নেমে ব্যর্থ হয়েছেন ভারতের আরেক ব্যাটার শুভমন গিল। অধিনায়ক গিল আউট হন মাত্র ৪ রানে। তার দল অলআউট হয়েছে মাত্র ৫৫ রানে।
মধ্যপ্রদেশ ও পাঞ্জাবের ম্যাচে রান পাননি ভারত দলের টপঅর্ডার ব্যাটার রজত পাতিদারও। দিল্লি ও সৌরাষ্ট্রের ম্যাচে ব্যর্থ হয়েছেন রিশভ পান্ট। এক রান করে রবীন্দ্র জাদেজার বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। জাদেজা নেন ২ উইকেট।









