চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আইপিএলের ১৮তম আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলছে মুম্বাই ইন্ডিয়ান্স। চিপকে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি রোহিত শর্মা। ফিরেছেন রানের খাতা খোলার আগেই। অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডেও নাম লেখালেন ভারতের তারকা ব্যাটার।
এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে মুম্বাই। ওপেনিংয়ে ব্যাটে আসেন রোহিত। প্রথম ওভারে পেসার খলিল আহমেদের প্রথম তিন বল দেখেশুনে পার করেন। চতুর্থ বলে মিড উইকেটে ক্যাচ দেন শিভম দুবের হাতে। শূন্য রানে ফিরে যান। রোহিতের আইপিএল ক্যারিয়ারে ১৮তম রান ছাড়া ইনিংস এটি। আইপিএলের ইতিহাসে কোনো ব্যাটারের সবচেয়ে বেশি শূন্য করার রেকর্ড।
অবশ্য রেকর্ডের একক মালিক নন রোহিত। তার আগে ১৮ বার রানের খাতা খোলার আগে আউট হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল ও দিনেশ কার্তিক। দুইয়ে যৌথভাবে আছেন পিয়ূষ চাওলা ও সুনীল নারিন। দুজনে ১৬ বার করে আউট হন শূন্য রানে।
আগে ব্যাটে নামা মুম্বাই নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৫৫ রান করেছে। সর্বোচ্চ ৩১ রান করেছেন তিলক ভার্মা। সূর্যকুমার যাদব ২৯ এবং দীপক চাহার ২৮ রান করেন।
চেন্নাইয়ের হয়ে নুর আহমেদ ৪ উইকেট নেন। খলিল আহমেদ নেন ৩ উইকেট।









