বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে একাদশ থেকে বাদ পড়েছেন ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। অধিনায়কত্ব করছেন জাসপ্রিত বুমরাহ। তিনি বলছেন, রোহিত বিশ্রাম নিয়েছেন। সিরিজজুড়ে বিরাট কোহলি ও রোহিত শর্মার পারফরম্যান্স নিয়ে প্রচুর কাটাছেঁড়া হচ্ছে। দুজনের কেউই নামের সুবিচার করতে পারেননি।
রোহিতের জায়গায় ডাক পেয়েছেন ওপেনার শুভমন গিল। তিনে ব্যাট করছেন ডানহাতি তারকা। জাতীয় সংগীতের সময়ও রোহিতকে দলের সাথে দেখা যায়নি। আরেক পেসার আকাশ দীপের পরিবর্তে শেষ ম্যাচে ঢুকেছেন ডানহাতি পেসার প্রসিধ কৃষ্ণা।
রোহিতের দলে না থাকা নিয়ে বুমরাহ টসের পর জানিয়েছেন, ‘আমাদের দলপতি নেতৃত্বগুণ দেখিয়েছেন এবং এ ম্যাচের জন্য বিশ্রাম নিয়েছেন। এটার মাধ্যমে দলের মধ্যে ঐক্যের দেখা মিলেছে।’
প্রথমদিন মধ্যাহ্ন বিরতির আগে সুনীল গাভাস্কার বলেছিলেন, ‘আমার মনে হচ্ছে ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে না এবং মেলবোর্ন টেস্ট হতে পারে রোহিত শর্মার শেষ ম্যাচ। আমরা সম্ভবত রোহিত শর্মার শেষ ম্যাচ দেখে ফেলেছি।’
রবি শাস্ত্রীও একই মন্তব্য করেছেন, ‘যদি ঘরের মাঠে হতো তাহলে হয়তো চালিয়ে যেতে পারত। কিন্তু আমার মনে হয় এ টেস্টের শেষে তার ইতি টানতে পারে। সে বয়সে তরুণ হচ্ছে না, বিষয়টি মোটেও এমন না যে আমাদের তরুণ খেলোয়াড় নেই। অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে এবং তাদের তৈরি করার এটাই সময়। কঠিন সিদ্ধান্ত, তবে সবকিছুর জন্য একটা সময় রয়েছে।’
সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে প্রথম টেস্টে দলে ছিলেন না রোহিত। পরে যোগ দিয়ে পাঁচ ইনিংসে ৬.২ গড়ে রান তুলেছেন।









