প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, শরণার্থী হিসেবে দীর্ঘদিন অবস্থান করায় নানা অপরাধে জড়াচ্ছে রোহিঙ্গারা।
বুধবার ২৩ এপ্রিল কাতারের দোহায় রোহিঙ্গাদের সমস্যা ও সংকট নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে এমন মন্তব্য করেছেন তিনি।
প্রধান উপদেষ্টা এই অঞ্চল থেকে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের ওপর তাগিদ দেন। তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারের রাখাইনে প্রত্যাবাসন জরুরি। এটা করা না হলে এই সংকট পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে।
এসময় রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমিয়ে দেয়ায় নিজের উদ্বেগের কথা জানান প্রধান উপদেষ্টা। বলেন, মানবিক সহায়তা কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হতে পারে। অধ্যাপক ইউনূস জোড় দিয়ে বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান টেকসই প্রত্যাবাসন।









