‘আধিপত্য বিস্তারের জেরে’ কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে এক রোহিঙ্গা যুবককে গলা কেটে খুন করেছে দুষ্কৃতিকারিরা। নিহত নূর কামাল (২৯) উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১৪ ব্লকের নূর সালামের ছেলে।
আজ রোববার (৫ মে) ভোর ৬ টায় উখিয়া উপজেলার ঘোনারপাড়া ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-১৭ ব্লকে রেড ক্রিসেন্ট অফিসের পাশে এ ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, সকালে ঘুম থেকে জেগে নূর কামাল ক্যাম্পে নিজের এলাকায় স্থানীয় কয়েকজনের সাথে হাঁটাহাঁটি করছিলেন। এক পর্যায়ে ১০-১৫ জন দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-১৭ ব্লকে রেড ক্রিসেন্ট অফিসের পাশে তাকে জবাই করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে খবর পেয়ে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে গলাকাটা এক যুবকের মৃতদেহ উদ্ধার করে।
ওসি বলেন, ‘প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হলেও কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে পুলিশ তা নিশ্চিত নয়। তারপরও ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।









