কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তিনটি ওয়ান শুটার গান, একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড রাইফেল এর গুলিসহ এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএন পুলিশের সদস্যরা। এসময় সন্ত্রাসীরা পাহাড়ের উপর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা চার রাউন্ড শর্টগানের কার্তুজ ফায়ার করেছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার ১৯ অক্টোবর দুপুর আড়াইটার দিকে রোহিঙ্গা ক্যাম্প-৪ মেইন-ব্লক-সি, সাব-ব্লক-সি/৫ এ অভিযান চালিয়ে রোহিঙ্গা আনসার উল্লাহর বসতঘর থেকে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রোহিঙ্গা হলেন, ক্যাম্প-৪, সাব-ব্লক- সি/৫, ব্লক- সি এর আনসার উল্লাহর স্ত্রী ইয়াছমিন আরা (২৭)। ১৪ এপিবিএন রাত ৭টার দিকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল এর নির্দেশনায় মো. সাইফুজ্জামান, সহ-অধিনায়ক (পুলিশ সুপার) এর দেওয়া তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে অংশু কুমার দেব এর সহায়তায়, সহকারী পুলিশ সুপার, ক্যাম্প কমান্ডার, ইরানী পাহাড় পুলিশ ক্যাম্প, এসআই আসাদ ও মোবাইল টিম রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করেন।
এসময় রোহিঙ্গা আনসার উল্লাহর বসতঘর হতে রোহিঙ্গা নারী ইয়াছমিন আরা (২৭) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। এব্যাপারে রোহিঙ্গা নারীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে বলে জানান পুলিশ।







