কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় কোপা আমেরিকা জিতেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসিকে ছাপিয়ে আসরসেরা খেলোয়াড়ের পুরস্কার ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ জিতে নিয়েছেন কলম্বিয়ার অধিনায়ক হামেস রদ্রিগেজ। আসরে সর্বাধিক অ্যাসিস্টের রেকর্ডও গড়েছেন তিনি।
আসরসেরা রদ্রিগেজের গোল করার চেয়ে করানোর দিকই বেশি মনোযোগ ছিল। ছয় ম্যাচ খেলে একটি গোল করেছেন কলম্বিয়া অধিনায়ক। তবে আসরে তার অ্যাসিস্ট ৬টি। কলম্বিয়াকে ফাইনালে তুলতে সবচেয়ে বেশি অবদান রাখায় পুরস্কার উঠেছে ঝুলিতে।
আর্জেন্টিনার কাছে হারলেও ফেয়ার প্লে অ্যাওয়ার্ডের পুরস্কার জিতেছে রানার্সআপ দলটি। এ হার কলম্বিয়ার অপরাজিত থাকার রেকর্ড থামিয়ে দিয়েছে। টানা ২৮ ম্যাচে অপরাজিত থাকার পর আর্জেন্টিনার কাছে হেরে থামল তাদের রেকর্ড।
কলম্বিয়াকে হারিয়ে নতুন এক রেকর্ড গড়েছে লিওনেল স্কালোনির দলও। কোপার সর্বোচ্চ ১৬তম শিরোপা এখন আলবিসেলেস্তেদের। অতিরিক্ত সময়ে, ১১২ মিনিটে লৌতারো মার্টিনেজের গোলে আসে শিরোপা।









